নোয়াখালীতে অপহরণের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার, আটক ১

নোয়াখালীতে কিডন্যাপের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার, আটক ১ | এখন
0

নোয়াখালীর সদর উপজেলায় রায়হান (১৬) নামে এক স্কুল ছাত্র অপহরণ হওয়ার দুই দিন পর সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৭ মার্চ) বিকেলে উপজেলার দাদপুর ইউনিয়নের দক্ষিণ হুগলী কালী বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করে সুধারাম মডেল থানা পুলিশ।

নিহত আবদুল হামিদ রায়হান দাদপুর ইউনিয়নের দক্ষিণ হুগলী আবিদ আলী হাজী বাড়ির আলমগীর হোসেনের ছেলে। আটককৃত মো. মারুফ (২৪) একই ইউনিয়নের সেলিমের ছেলে।

জানা যায়, গত দুই দিন আগে তারাবি নামাজ পড়তে যাওয়ার পর রায়হান নিখোঁজ হয়। এর পর একটা নাম্বার থেকে তার পরিবারের কাছ থেকে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছ। পরে ভুক্তভোগী পরিবার সুধারাম মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে।

পরিবারের অভিযোগের ভিত্তিতে সুধারাম মডেল থানা পুলিশ উপ-পরিদর্শক সূধন চন্দ্র দাশ তথ্য প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে দাদপুর ইউনিয়ন থেকে আটক করে। পরে তাকে নিয়ে অভিযানে গেলে তার দেওয়া তথ্য মতে সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ রায়হানের লাশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে সুধারাম মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো কামরুল ইসলাম জানান, অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে এ ঘটনায় আমরা একজনকে আটক করেছি। আটককৃতের বিরুদ্ধে হত্যা মামলাসহ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইএ