রোববার (৫ জানুয়ারি) ও আজ (সোমবার, ৬ জানুয়ারি) এই দু'দিন জেলার তিন উপজেলায় অভিযান চালিয়ে ৭ সার ডিলারকে ৪ লাখ ৬০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, নাটোর জেলায় মোট ১৩০জন বিসিআইসি ও বিএডিসি ডিলার রয়েছে। এসব ডিলারের মাধ্যমে ইউরিয়া, টিএসপি, ডিএপি এবং এমওপি সার প্রান্তিক কৃষকদের দোঁড়গোড়ায় পৌঁছানো হয়। কিন্তু গতবছরের নভেম্বর মাস থেকেই রবি-শষ্য ফসল ফলাতে গিয়ে তীব্র সার সংকটে ভুগছেন জেলার প্রান্তিক কৃষকরা।
সরকার নির্ধারিত ইউরিয়া সার ১ হাজার ৩৫০ টাকার জায়গায় ১ হাজার ৬৫০টাকা, টিএসপি ১ হাজার ৩৫০ টাকার স্থলে ১ হাজার ৬৫০ টাকা, ডিএপি ১ হাজার ৫০ টাকা স্থলে ১ হাজার ৩৫০ টাকা এবং এমওপি ১ হাজার টাকার জায়গায় ১ হাজার ২০০ টাকা নেওয়ার অভিযোগ করেন কৃষকরা।
প্রতিটি ৫০ কেজির সারের বস্তায় কৃষককে ৩০০ থেকে ৪'শ টাকা বাড়তি দাম দিয়ে সার কিনতে হয়েছে। তাছাড়া কোনো কোনো সময় ডিলারদের কাছে সার নেই বলেও কৃষককে ফিরিয়ে দেওয়া হয়েছে।
এই অবস্থায় রোববার জেলার সিংড়া বাজারে অবস্থিত বিসিআইসি ডিলার চলনবিল ট্রেডার্সের মালিক আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে সার গুদামজাত করে রাখা এবং কৃষককে সার না দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। এসময় বিসিআইসি ডিলার আবু বক্কর সিদ্দিককে ২ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এসময় উপজেলা কৃষি অফিসার খন্দকার ফরিদসহ অন্যান্যরা উপস্থিত ছিল।
অপরদিকে, জেলার নলডাঙ্গা উপজেলায় সারের কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দপুরে নাটোর সেনাবাহিনী, উপজেলা কৃষি অফিস, নলডাঙ্গা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে নলডাঙ্গা বাজারের মেসার্স মন্ডল এন্ড কোম্পানির স্বত্বাধিকারী আকতার হোসেনকে ২৫ হাজার টাকা ও মেসার্স ভাই ভাই স্টোরের স্বত্বাধিকারী নাসির উদ্দিন হককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান।
একই দিনে জেলার বাগাতিপাড়া উপজেলায় সার গুদামজাত করে কৃত্রিম সংকট রোধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ জন সার ডিলার মালিককে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হা-মীম তাবাসসুম প্রভা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হা-মীম তাবাসসুম প্রভা বলেন, 'বরাদ্দ থাকার পরও একশ্রেণির ডিলাররা সারের কৃত্রিম সংকট তৈরি করেছে। এতে করে কৃষকরা চাহিদা মতো সার পাচ্ছে না। তাদের অভিযোগের সূত্র ধরেই এই অভিযান।' আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।