আজ (শনিবার, ২৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ডিসির পুরনো বাংলোর বাঁশঝাড়ের নিচে মাটিতে পুঁতে রাখা ব্যালট পেপারগুলো উদ্ধার করা হয়। তবে বেশিরভাগ ব্যালট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের।
এর আগে গতকাল (শুক্রবার, ২৮ মার্চ) বিকেলে ডিসির পুরনো বাংলোর পুকুর থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, দ্বিতীয় দিনের মতো ডিসির পুরনো বাংলোর ভিতরের পুকুরে অস্ত্র উদ্ধার অভিযান চলছিল। এ সময় ব্যালট পেপারগুলো গোয়েন্দা সংস্থার সদস্যদের নজরে আসে। খবর পেয়ে পুলিশ-সেনাবাহিনী বিপুল পরিমাণে ব্যালট পেপার উদ্ধার করে।
তবে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপারগুলোর ধ্বংসের জন্য ডিসির বাংলোতে আনা হয়েছিল বলে জানান নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রাশেদুল ইসলাম।
তিনি বলেন, ‘২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ব্যালট পেপারগুলো ট্রেজারিতে ছিল। এরপর উপজেলা পরিষদের নির্বাচনের সময় স্থান সংকুলানের কারণে এগুলো পুরোনো বাংলোতে রাখা হয়।’
তবে এত পরিমাণে ব্যালট পেপার উদ্ধার নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
রাশেদুল ইসলাম বলেন, ‘সেখান থেকে কে বা কারা এই ব্যালটগুলো নষ্ট করেছে- তা আমাদের জানা নেই। তবে বাকি যে ব্যালটগুলো ছিল সেগুলো নির্বাচন কমিশনের টেন্ডার হয়েছে, সেই টেন্ডারের কাছে পৌঁছে দেয়া হয়েছে।’
এদিকে ডিসির পুরনো বাংলার ভিতর থেকে আগ্নেয়াস্ত্র এবং নির্বাচনের ব্যালট পেপার স্থানগুলো পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাহজাহান। এসময় ঘটনার গভীরে অনুসন্ধান করা হচ্ছে বলে জানান তিনি।
তবে নির্বাচনের ব্যালট পেপারগুলো ধ্বংস করতে হলে নিদ্দিষ্ট কমিটির মাধ্যমে করতে হয়। তবে সে নিয়ম না মেনেই সরকারি গুরুত্বপূর্ণ নথি এভাবে মাটিতে পুঁতিয়ে রাখা নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। ঘটনার গভীরে গিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি নাটোরের সাধারণ মানুষের।