বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, বৃহস্পতিবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা নাটোরগামী একটি প্রাইভেটকার পাবনা-নাটোর মহাসড়কের গোধরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে।
এতে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। আর ঘটনাস্থলেই বাবা শাহরিয়ার শাকিল এবং কন্যা সামাইরা খাতুনের মৃত্যু হয়। এ ঘটনায় শাহরিয়ার শাকিলের স্ত্রী আয়শা আক্তার রুনী ও গাড়ি চালক আহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেছে। এছাড়া মরদেহ উদ্ধার করে বনপাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে।
ঈদের ছুটিতে গ্রামের বাড়ি বগুড়াতে যাচ্ছিলেন। নিহত শাহরিয়ার শাকিল বেক্সিমকো গ্রুপে কর্মরত ছিলেন বলে জানায় পুলিশ।