নাটোরে জয় বাংলা স্লোগান নিয়ে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, দু’জন গুলিবিদ্ধ

এখন জনপদে
0

নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও গুলির ঘটনা ঘটে। এসময় বিএনপির দুই কর্মী গুলিবিদ্ধ হয়। আহতদের লালপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ ও সেনাবাহিনী। আজ (সোমবার, ৩১ মার্চ) দুপুরে লালপুর উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা জয় বাংলা স্লোগান দেয়। এনিয়ে স্থানীয় বিএনপির নেতা কর্মীরা প্রতিবাদ জানিয়ে পুলিশকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়।

পরে আওয়ামী লীগের নেতা কর্মীরা একত্রিত হয়ে রামকৃষ্ণপুর এলাকায় বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করলে উভয় দলের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ ও গুলির ঘটনা ঘটে।

এতে বিএনপির দুই কর্মী গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ দুজনকে লালপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইএ