তিনি বলেন, ‘বিচারবিভাগকে রক্ষা করা গেলে এ জাতি বহু আগেই পরাধীনতা থেকে রক্ষা পেত। অনেককেই দেশ ছেড়ে যেতে হতো না।’
ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেন, ‘নতুন বাংলাদেশ গঠনে করতে চাইলে বিচার বিভাগ স্বাধীন হতে হবে। আওয়ামী লীগ বিচারবিভাগসহ প্রতিটি ইনস্টিটিউটকে ধ্বংস করেছে।’
তিনি বলেন, ‘শেখ হাসিনার শাসনামলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হলে শুরু থেকে ব্যারিস্টার আবদুর রাজ্জাক জামায়াত নেতাদের প্রধান আইনজীবী ছিলেন। ২০১৩ সালে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর হয়। একই বছরের ১৭ ডিসেম্বর ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ইংল্যান্ডে চলে যান।’
সংবর্ধনা অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আরও অনেকই উপস্থিত ছিলেন।