দেশে এখন
0

শেরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর শহর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ (শনিবার, ৪ জানুয়ারি) সন্ধা ৬ টায় শেরপুর পৌরশহরের ৩ শতাধিক দরিদ্র শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম।

এসময় তিনি বলেন, 'এটা আমাদের রুটিন মাফিক কাজ। শেরপুরে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ আগামী দিনে অব্যাহত থাকবে।'

এসময় বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য এবং জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান ও শহর শাখা আমীর মাওলানা নুরুল আমিন, সাধারণ সম্পাদক হাসানুজ্জামানসহ জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএ