আজ (রোববার, ৫ জানুয়ারি) জামায়াত আমীর মরহুমের মরদেহ দেখেন এবং শোক সন্তপ্ত পরিবারকে পরিবারকে সান্তনা দিয়ে মরহুমের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
এসময় তিনি মানবকল্যাণে করা মরহুমের বিভিন্ন ভালো উদ্যোগগুলো স্মরণ করেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধরার তৌফিক কামনা করেন জামায়াত আমীর।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. মাহফুজুর রহমান, দারুস সালাম থানার আমীর হাকিম আব্দুল মান্নানসহ অন্যান্য দায়িত্বে থাবা ব্যক্তিরা এবং দারুসসালাম থানার জামায়াতে ইসলামীর নেতারা।
উল্লেখ্য আজ বিকেল সাড়ে ৩টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এস এ খালেক দীর্ঘদিন ধরে নানান রোগে আক্রান্ত ছিলেন।