আজ (শনিবার, ৪ জানুয়ারি) রাত ২ টায় নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের মানুপাড়া গ্রাম থেকে বিল্লাল চৌধুরী এবং শহর থেকে রবিনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বিল্লাল হোসেনের বিরুদ্ধে গেল বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যার সঙ্গে জড়িতের অভিযোগে পৃথক মামলা রয়েছে।
এছাড়া রবিনের বিরুদ্ধে ৫ আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের মুহূর্তে নালিতাবাড়ী শহরের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হামলা ও ভাংচুরসহ নাশকতার অভিযোগে মামলা রয়েছে।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, আজ দুপুরে গ্রেপ্তারকৃতদের শেরপুর আদালতে সোপর্দ করা হবে।