আজ (শনিবার, ৪ জানুয়ারি) বিকেল ৪ টায় দিনাজপুরের হাকিমপুর, হিলি উপজেলা, পৌর বিএনপিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
তিনি বলেন, 'আজকে যারা আপনার আমার সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাড়ি দিয়েছে তাদের সম্পদ ফিরে এনে বাংলাদেশের অর্থনৈতিকে মজবুত করা এবং সেই সমস্ত লুণ্ঠনকারী ও মানুষ হত্যাকারীদের বিচার বাংলাদেশে মাটিতে যত দ্রুত করা যাবে ততই দেশ সামনের দিকে এগিয়ে যাবে।'
তিনি আরো বলেন, 'সাড়ে ১৫ বছর জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার। ৯০ এর আন্দোলনে যারা স্বৈরাচার ছিলেন তারা এখন অনেক কথা বলে।'
বিএনপিকে নিয়ে অনেকে ভীতসন্ত্রস্ত, যারা ষড়যন্ত্র করে স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে তারা আবার দেশ প্রেমের কথা বলে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে অস্বীকার করা যায় না বলেও জানা তিনি।
এসময় তিনি সীমান্তবর্তী হাকিমপুর হিলি উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, আদিবাসীদের গীর্জা ও কাওমি এবং এতিমখানা মাদ্রাসায় অধ্যায়নরত শিক্ষার্থীসহ ১৫০০ জনের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন।