দেশে এখন
0

জনবান্ধব প্রশাসন গড়তে আন্তঃক্যাডার বৈষম্য দূর করার আহ্বান

জনবান্ধব প্রশাসন গড়তে আন্তঃক্যাডার বৈষম্য দূর করার আহ্বান জানিয়েছেন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। আজ (শুক্রবার, ৩ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত সমাবেশে এ দাবি জানানো হয়।

প্রশাসন ক্যাডারভুক্ত কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রকে ভুল পথে পরিচালিত করায় স্বাধীনতার ৫৪ বছরেও জনগণের আশা–আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি বলেও মন্তব্য করেন বক্তারা।

তারা বলেন, বৈষম্যহীন ও মেধাভিত্তিক জনপ্রশাসনের মাধ্যমেই প্রকৃত কল্যাণ রাষ্ট্র গঠন করা সম্ভব।

বাংলাদেশের ২৬টি ক্যাডার সার্ভিসের মধ্যে ২৫টিকে আলাদা রেখে অনৈতিকভাবে বহির্ভূত পদোন্নতিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করছেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা।

প্রশাসন ক্যাডারের আমলাতান্ত্রিক জটিলতার কারণে মাঠপর্যায়ে জনগণ কাঙ্ক্ষিত সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন।

ইএ