প্রশাসন ক্যাডারভুক্ত কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রকে ভুল পথে পরিচালিত করায় স্বাধীনতার ৫৪ বছরেও জনগণের আশা–আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি বলেও মন্তব্য করেন বক্তারা।
তারা বলেন, বৈষম্যহীন ও মেধাভিত্তিক জনপ্রশাসনের মাধ্যমেই প্রকৃত কল্যাণ রাষ্ট্র গঠন করা সম্ভব।
বাংলাদেশের ২৬টি ক্যাডার সার্ভিসের মধ্যে ২৫টিকে আলাদা রেখে অনৈতিকভাবে বহির্ভূত পদোন্নতিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করছেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা।
প্রশাসন ক্যাডারের আমলাতান্ত্রিক জটিলতার কারণে মাঠপর্যায়ে জনগণ কাঙ্ক্ষিত সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন।