সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ূর রহমান জানান, টাঙ্গাইল সদর উপজেলায় ২০২৩ সালে ভোটার ছিল চার লাখ ৪০ হাজার ২৪ জন। ২০২৪ সালে সাত হাজার চার জন বেড়ে মোট ভোটার হয়েছে চার লাখ ৪৭ হাজার ২৮ জন। মধুপুরে ২০২৩ সালে ভোটার ছিল দুই লাখ ৫৫ হাজার ২১৮ জন।
২০২৪ সালে তিন হাজার ৫৬৫ জন বেড়ে মোট ভোটার হয়েছে দুই লাখ ৫৮ হাজার ৭৮৩ জন। ধনবাড়ী ২০২৩ সালে ভোটার ছিল এক লাখ ৬২ হাজার ৫৮৮ জন। ২০২৪ সালে দুই হাজার ১৫ জন বেড়ে মোট ভোটার হয়েছে এক লাখ ৬৪ হাজার ৬০৩ জন।
গোপালপুরে ২০২৩ সালে ভোটার ছিল দুই লাখ ৩১ হাজার ৩৬০ জন। ২০২৪ সালে ছয় হাজার ৭৩১ জন বেড়ে মোট ভোটার হয়েছে দুই লাখ ৩৮ হাজার ৯১ জন। ভূঞাপুরে ২০২৩ সালে ভোটার ছিল এক লাখ ৬৯ হাজার ৫৯৮ জন। ২০২৪ সালে দুই হাজার ৩৭০ জন বেড়ে মোট ভোটার হয়েছে এক লাখ ৭১ হাজার ৯৬৮ জন।
ঘাটাইলে ২০২৩ সালে ভোটার ছিল তিন লাখ ৬০ হাজার ৭৮১ জন। ২০২৪ সালে পাঁচ হাজার ৪৫০ জন বেড়ে মোট ভোটার হয়েছে তিন লাখ ৬৬ হাজার ২৩১ জন। কালিহাতী ২০২৩ সালে ভোটার ছিল তিন লাখ ৫৮ হাজার ৭৯২ জন। ২০২৪ সালে পাঁচ হাজার ৪৫৪ জন বেড়ে মোট ভোটার হয়েছে তিন লাখ ৬৪ হাজার ২৪৬ জন।
দেলদুয়ারে ২০২৩ সালে ভোটার ছিল এক লাখ ৮৪ হাজার ৭৫৮ জন। ২০২৪ সালে দুই হাজার ৪১০ জন বেড়ে মোট ভোটার হয়েছে এক লাখ ৮৭ হাজার ১৬৮ জন।
নাগরপুরে ২০২৩ সালে ভোটার ছিল দুই লাখ ৬৩ হাজার ৩৭ জন। ২০২৪ সালে তিন হাজার ৮৬৬ জন বেড়ে মোট ভোটার হয়েছে দুই লাখ ৬৬ হাজার ৯০৩ জন।
মির্জাপুরে ২০২৩ সালে ভোটার ছিল তিন লাখ ৬২ হাজার ৮৫১ জন। ২০২৪ সালে পাঁচ হাজার ২৬৪ জন বেড়ে মোট ভোটার হয়েছে তিন লাখ ৬৮ হাজার ১১৫ জন।
বাসাইলে ২০২৩ সালে ভোটার ছিল এক লাখ ৫১ হাজার ৮৩০ জন। ২০২৪ সালে দুই হাজার ২৮৩ জন বেড়ে মোট ভোটার হয়েছে এক লাখ ৫৪ হাজার ১১৩ জন।
সখীপুরে ২০২৩ সালে ভোটার ছিল দুই লাখ ৪৩ হাজার ৬৯২ জন। ২০২৪ সালে তিন হাজার ৮৭৩ জন বেড়ে মোট ভোটার হয়েছে দুই লাখ ৪৭ হাজার ৫৬৫ জন।