ঘন কুয়াশা আর কনকনে বাতাসে প্রান্তিক জনপদে নেমে এসেছে দুর্ভোগ। মধ্য দুপুরেও বেশিরভাগ জায়গায়ই দেখা মিলছে না সূর্যের।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় কনকনে ঠাণ্ডা আর হাঁড় কাঁপানো শীতে জবুথুবু জনজীবন। বৃহস্পতিবার জেলায় দেশে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস বলছে, চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। জেলার শীতার্ত মানুষের জন্য এখন পর্যন্ত সরকারিভাবে বরাদ্দ মিলেছে ১০ হাজার কম্বল।
বাসিন্দাদের একজন বলেন, ‘শীত পড়ছে অনেক। কুয়াশার জন্য বের হতে পারছি না।’
উত্তরের জেলা পঞ্চগড়েও চলছে পৌষের শীতের দাপট। ঘন কুয়াশা আর হিমেল ঠাণ্ডা বাতাসে কষ্টে দিন পাড় করছে নিম্ন আয়ের মানুষ। তাপমাত্রা কিছুটা বাড়লেও ঠাণ্ডা বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে।
বাড়ির উঠোন কিংবা রাস্তার পাড়ে আগুন জ্বালিয়ে উষ্ণতার খোঁজে দরিদ্র জনগোষ্ঠী। জেলায় সর্বনিম্ন তাপামাত্র রেকর্ড করা হয় ১১.৩ ডিগ্রি সেলসিয়াস। চলতি মাসে বেশ কয়েকটি শৈত্য প্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। জেলার ১ লাখ শীতবস্ত্রের চাহিদা পাঠানো হলেও মিলেছে মাত্র ১২ হাজার কম্বল আর ৩৩ লাখ টাকা।
বাসিন্দাদের একজন বলেন, ‘এমন শীত যে ঘর থেকে বের হতে পারছি না।’
বরিশালে গত দুদিন ধরে সকাল থেকে দুপুর পর্যন্ত দেখা মিলছেনা সূর্যের। জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মেঘলা আকাশ ও ঘনকুয়াশায় শীতের তীব্রতাও বাড়ছে। ব্যাহত হচ্ছে বিমান, নৌ ও সড়ক পথে চলাচল। ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ।
শীতের প্রকোপ বাড়ায় হাসপাতালে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। খুলনা শিশু হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় ৫৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। নিউমোনিয়াজনিত রোগ আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। বর্তমানে ২৫২ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। অতিরিক্ত ঠাণ্ডায় শিশুরা জ্বর, কাশি, সর্দি, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে।
এদিকে তাপমাত্রা কমায় ফেনীতে বেড়েছে শীত পোশাকের বিকিকিনি। শহরের রাজাঝির দিঘী পাড়ে কমদামে শীতবস্ত্র কিনতে প্রতিদিন ভিড় করছে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। এখানকার ৩ শতাধিক দোকানে বিক্রি হচ্ছে শীতের নতুন-পুরাতন কাপড়। ক্রেতাদের ভিড় বেড়েছে বিভিন্ন বিপণিবিতান ও শোরুমগুলোতেও।