এর মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি ৩৩ লাখ ৩০ হাজার ১০৩ জন। আর নারী ভোটার ছয় কোটি তিন লাখ ৫২ হাজার ১০৯ জন।
তথ্য অনুযায়ী, দেশে নতুন করে ভোটার হয়েছে অর্থাৎ ভোটার বেড়েছে ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন। এছাড়া প্রবাসী ভোটার নিবন্ধন করা হয়েছে ১৩ হাজার ১৫১ জনের।
আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তবে বাদ পড়া ভোটারদের তথ্য সংগ্রহ করতে আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি যাওয়া হবে বলেও জানান তিনি। যা শেষ হতে সময় লাগে ৩০ জুন পর্যন্ত।
বিগত ভোটার তালিকাগুলোর বিতর্ক নিরসন করতে পুরো ভোটার তালিকাই যাচাই করা হবে বলে জানিয়েছেন ইসি সানাউল্লাহ। প্রয়োজনে নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে অধ্যাদেশ জারি করা হবে বলেও জানান তিনি।
এদিকে ভোটার তালিকার উপর দাবি আপত্তি গ্রহণের শেষ তারিখ ১৭ জানুয়ারি।