মঙ্গলবার সকাল পর্যন্ত একদিনে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ২৮ জন, ময়মনসিংহে ১ জন, চট্টগ্রামে ২১ জন, খুলনায় ৩ জন, রাজশাহী বিভাগে ২ জন এবং বরিশাল বিভাগে ১৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৮৪ জন। এ বছর সারাদেশে মোট ভর্তি রোগী রয়েছে ১ লক্ষ ১ হাজার ২১৪ জন।