৩৬শে জুলাই ছাত্র জনতার যে বিপ্লব তা ধরে রাখতেই এবারের বাণিজ্য মেলায় রাখা হয়েছে জুলাই ও ৩৬ নামে দুটি চত্বর। যেখানে তুলে ধরা হয়েছে কীভাবে স্বৈরাচারী শেখ হাসিনাকে মসনদ থেকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে।
প্রতিবারের মত আগামী বছরের প্রথম দিনই শুরু হতে যাচ্ছে ২৯তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। যেখানে বাংলাদেশ ছাড়াও সাত দেশের ১১ প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। যা ১ জানুয়ারি থেকে সাধারণ দিনে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং ছুটির দিন ১০টা পর্যন্ত চলবে। মেলাতে বড়দের টিকেট মূল্য ৫০ ও ছোটদের ২৫। টাকা নির্ধারণ করা হয়েছে।
এবারের বাণিজ্য মেলায় অনলাইন টিকেটিং সহ বেশকিছু নতুন বিষয় রয়েছে। আগামীতে মেলা থেকে অনলাইনে কেনার ব্যবস্থা থাকবে। বিগত সময়ে বাণিজ্য মেলা নিয়ে যে অনিয়ম ও দুর্নীতি করা হয়েছে তা আর হবে না বলে আশ্বস্ত করেন সচিব।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন বলেন, ‘আমরা নিরাপত্তার বিষয়টিকে খুব অগ্রাধিকার দিয়েছি। গত বছরের তুলনায় অনেক বেশি নিরাপত্তাকর্মী ও সংস্থাকে আমরা এখানে ইনভলভ করেছি। তারা দিনরাত কাজ করছে।’
বাণিজ্য উপদেষ্টা জানান ফেব্রুয়ারিতেই নীতি নির্ধারণ ও বিশেষ ছাড়ের মাধ্যমে আগামী মেলাতে আন্তর্জাতিক কোম্পানি নিয়ে আসতে কাজ করা হবে।
বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা সেখ বশির উদ্দিন বলেন, ‘আন্তর্জাতিক ও লোকাল ইন্ডাস্ট্রিকে কম্বাইন্ড করে আমাদের ঢাকাবাসীর যে নাগরিক চাহিদা এর একটা সম্মিলিত প্রদর্শন হয় এখানে।’
তিনি বলেন, ‘ব্যবসায়িক সংযুক্তি বা অন্তর্ভুক্তিকরণটাই হবে আমার মূল কাজ।’
মেলা দেশি ও বিদেশি কোম্পানির মাঝে একসাথে বাণিজ্য বাড়িয়ে সাধারণ মানুষের সুবিধা বৃদ্ধি করবে বলে আশা প্রকাশ করা হয়।