আজ (রোববার, ২৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ মিছিল করেন শিক্ষার্থীরা।
অভ্যুত্থানের পর রাজু ভাস্কর্যের পাশে মেট্রোরেলে স্বৈরাচার হাসিনার গ্রাফিতি শনিবার রাতে মুছে ফেলার চেষ্টা করা হয়। পরে শিক্ষার্থীরা প্রতিবাদ করলে ঢাবির প্রক্টর উপস্থিত হয়ে দুঃখ প্রকাশ করেন।
তিনি বলেন, একটা ভুল বোঝাবুঝি হয়েছে। তাতেও শিক্ষার্থীরা সন্তুষ্ট না হয়ে আজ টিএসসি থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রক্টরের পদত্যাগের দাবি করেন।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশ থেকে শিক্ষার্থীরা জানান, জুলাই স্পিরিট ধারণ করা ঘৃণাস্তম্ভে হাসিনার ছবি মুছে ফেলা একটি ষড়যন্ত্রের অংশ।