এখন জনপদে
দেশে এখন
0

জাতীয় নির্বাচনকে সামনে রেখেই প্রস্তুতি নেয়া হচ্ছে: প্রধান নির্বাচন কমিশনার

স্থানীয় সরকার নির্বাচন আগে নয়, জাতীয় নির্বাচনকে সামনে রেখেই প্রস্তুতি নিচ্ছে নেয়া হচ্ছে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। বেলা ১২টার দিকে কুমিল্লায় ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় একথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার দেওয়া রোডম্যাপ অনুসরণ করেই নির্বাচন কমিশন কাজ গোছাচ্ছে বলেও জানান তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ২ জানুয়ারি ভোটার তালিকা খসড়া ও ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হলেও তফসিল ঘোষণার আগ পর্যন্ত নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন করতে পারে বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার।

আজ (মঙ্গলবার, ৩১ ডিসেম্বর) বেলা ১২টার দিকে কুমিল্লায় নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ বিষয়ে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার বলেন, ভোটাররা যেন পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দিতে পারে সে বিষয়ে গুরুত্ব দেয়া হচ্ছে।

সংস্কার কমিশনের সদস্যরা বিভিন্ন ফোরামে বলছেন, স্থানীয় সরকার নির্বাচন আগে হতে পারে। তবে সিইসি মনে করেন জাতীয় নির্বাচনকে সামনে রেখেই প্রস্তুতি নিচ্ছে কমিশন। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে যে রোডম্যাপ দিয়েছেন তা অনুসরণ করেই সব কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ আমরা নির্ধারণ করি নাই। আমরা প্রধান উপদেষ্টা ১৬ তারিখের বক্তৃতায় যে ইঙ্গিত দিয়েছেন সেটার আলোকেই প্রস্তুতি নিচ্ছি।’

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি না।’

নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সকালে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

এএইচ