দেশে এখন
0

৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু

৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ (সোমবার, ১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজধানীর তেজগাঁওয়ের পুরাতন বিমান বন্দরে বাংলাদেশ সেনাবাহিনী ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে শহীদ বীরদের প্রতি গান স্যালুট প্রদর্শন করে।

এসময়ে সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর একটি বিশেষ আর্টিলারি রেজিমেন্টের ৬টি গান ৩১ বার তোপধ্বনি দেয়।

উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার সাথে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

ইএ