সেনাপ্রধানের সাথে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র উপমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ইন্দোনেশিয়ার পররাষ্ট্র উপমন্ত্রী ও বাংলাদেশের সেনাপ্রধান
ইন্দোনেশিয়ার পররাষ্ট্র উপমন্ত্রী ও বাংলাদেশের সেনাপ্রধান | ছবি: আইএসপিআর
0

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্র উপমন্ত্রী আরামানথা ক্রিস্টিয়ান নাসির। আজ (মঙ্গলবার (৩ জুন) সেনা সদরে তাদের সাক্ষাৎ হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়. সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা বর্তমান প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার এবং সামরিক ও নিরাপত্তা খাতে পারস্পরিক সম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এসময় উপমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।—বিজ্ঞপ্তি

এএইচ