দেশে এখন
0

৬ ক্যাটাগরিতে ১৬ জনকে মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান

নিরাপদ অভিবাসন নিশ্চিতের পাশাপাশি মানবপাচার রোধে কাজ করতে সরকারকে পরামর্শ দিয়েছেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। আর এ খাতে নজরদারি বাড়ানোর আহ্বান বিশিষ্টজনদের। নবম মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসব তুলে ধরেন বক্তারা।

বাংলাদেশের অভিবাসন খাতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে ২০১৫ সালে দেশে প্রথমবারের মতো মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড প্রবর্তন করে ব্র্যাক।

ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় দুপুরে রাজধানীতে ডেইলি স্টার সেন্টারে নবম মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেন দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

মাহফুজ আনাম বলেন প্রবাসীদের জন্য কর্তৃপক্ষের তেমন উদ্যোগ দেখা যায় না। এ খাতে বাড়তি তদারকির প্রয়োজনের কথা জানান তিনি।

ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিতের পাশাপাশি সরকারের উচিত মানবপাচার রোধে কাজ করা।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, নাগরিক সমাজের প্রতিনিধি ও সাংবাদিকতা বিভাগের শিক্ষকদের নিয়ে গঠিত একটি জুরিবোর্ড প্রতিবেদন মূল্যায়ন করে। পরে ৬ ক্যাটাগরিতে ১৬ জনকে পুরস্কৃত করা হয়।

এএইচ