স্বাস্থ্য
দেশে এখন
0

জাতীয় বার্ন ইন্সটিটিউট পরিচালকের অপসারণ দাবিতে মানববন্ধন

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের পরিচালক রায়হানা আউয়ালের অপসারণের বা পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে হাসপাতালটির চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীরা।

আজ (রোববার, ১৫ ডিসেম্বর) সকালে হাসপাতালের প্রধান ফটকের সামনে ওই পরিচালকের পদত্যাগের দাবিতে জড়ো হন কর্মকর্তারা।

এসময় কর্মকর্তা, কর্মচারীরা বলেন, ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী দুর্দশা প্রাপ্ত আওয়ামী লীগের সরকারের সময় তিনি নিয়োগ পান। এরপর থেকে অনেক অভিযোগ ছিল তার বিরুদ্ধে। মূলত অসন্তোষ থেকে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

গণমাধ্যমকে জানানো হয়, ৫ আগস্ট ওই হাসপাতালের ছাদ থেকে গুলি ছোড়া হয়েছে, সে কারণেই চানখারপুলে ছাত্র-জনতা নিহত হয়েছে বেশি।

এ সময় তারা দাবি জানান, জুলাই আগস্টের চেতনা ধারণ করে ফ্যাসিস্টদের দোসর নয়, অভ্যুত্থানকে মন মননে বিশ্বাস করে এমন ব্যক্তিতে পরিচালক হিসেবে নিয়োগ দিতে হবে।

তবে এ ব্যাপারে বহুবার চেষ্টার পরেও পরিচালকের কোন মন্তব্য জানা যায়নি। মানববন্ধন থেকে পরে কিছু দাবি উপস্থাপন করা হয়।

ইএ