দেশে এখন
0

‘নিজেদের স্বার্থে একটা গোষ্ঠী তদবির বাণিজ্য করছে’

নিজেদের স্বার্থে একটা গোষ্ঠী তদবির বাণিজ্য করছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সারজিস আলম। আজ (শুক্রবার, ১৩ ডিসেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে চাঁপাইনবাগঞ্জ ফোরাম আয়োজিত প্রীতি সমাবেশে তিনি এ কথা বলেন।

সারজিস বলেন, ‘নিজেদের স্বার্থে একটা গোষ্ঠী তদবির বাণিজ্য করছে।’ এসময় গণঅভ্যুত্থানের স্পিরিটকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান কোনোভাবেই ভোলা যাবে না। শেখ পরিবারের নামে দেশের বিভিন্ন অঞ্চলে অনেক ইনস্টিটিউট হলেও উত্তরাঞ্চলে উল্লেখযোগ্য কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি।

সারজিস আলম বলেন, ‘আওয়ামী সরকারের আমলে আত্মীয় ও দলীয় কোটার কারণে উত্তরবঙ্গ শোষিত হয়েছে।’

এসময় ঢাকা মহানগর দক্ষিণের আমীর বলেন, ‘প্রতিটি জেলা সমমর্যাদার ভিত্তিতে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পেলে বাংলাদেশ পিছিয়ে থাকবে না। রাষ্ট্রের সকল স্তরে দুর্নীতিমুক্ত সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে।’

এএইচ