আজ (বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর) দিনব্যাপী পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাসুদুল হক, সহকারী পরিচালক সজীব কুমার ঘোষ, পরিদর্শক বিপ্লব কুমার সূত্র ধরসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপ-পরিচালক মিয়া মাসুদুল হক জানান, মির্জাপুরের বহুরিয়া এলাকার মেসার্স হক ব্রিকস, মেসার্স নিউ সরকার ব্রিকস, মেসার্স বাটা ব্রিকস, মেসার্স নিউ রমিজ ব্রিকস অ্যান্ড কোং, মীর দেওহাটা এলাকার মেসার্স সনি ব্রিকস ও বাইমাইল এলাকার মেসার্স বি এন্ড ব্রিকসকে চার লাখ করে জরিমানা করা হয়।