দেশে এখন
0

তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী চীনা উদ্যোক্তারা

তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী চীনা উদ্যোক্তারা। আজ (বুধবার, ১১ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানে হুয়াওয়ের দক্ষিণ এশিয়ার সদর দপ্তর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

এসময় হুয়াওয়ের সঙ্গে ফাইন্যান্সিয়াল টেকনোলজি (ফিনটেক) খাতে ইন্ডাস্ট্রি অ্যাকাডেমি কোলাবোরেশানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে একাত্মতা প্রকাশ করে হুয়াওয়ে।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এখাতে গবেষণায় যথাযথ প্রযুক্তিগত সহায়তা পেলে লাভবান হবে উভয়পক্ষই।

অনুষ্ঠানে অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ' বিশ্ববাজারে বাংলাদেশের মতো আকর্ষণীয় ব্যবসায়িক জোনে, তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ করলে লাভবান হবে চীন।'

ইএ