ইন্টেলে পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এনভিডিয়া

ইন্টেল ও এনভিডিয়ার লোগো
ইন্টেল ও এনভিডিয়ার লোগো | ছবি: সংগৃহীত
1

চিপজায়ান্ট এনভিডিয়া মাইক্রোপ্রসেসর পাইওনিয়ার ইন্টেলে পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এ অংশীদারিত্ব তাৎক্ষণিকভাবে এনভিডিয়াকে ইন্টেলের বৃহত্তম শেয়ারহোল্ডারদের মধ্যে একটি করে তুলবে।

চুক্তিটি সম্পন্ন করার পর নতুন শেয়ার জারি হলে এনভিডিয়া ইন্টেলের প্রায় চার শতাংশের মালিকানা পাবে। ইন্টেল বেশ কয়েক বছর ধরেই পরিবর্তনের প্রচেষ্টায় ব্যর্থ হচ্ছে। আশা করা হচ্ছে এনভিডিয়ার বিনিয়োগ ইন্টেলের জন্য একটি নতুন সূচনা হতে যাচ্ছে।

আরও পড়ুন:

বিনিয়োগ চুক্তির মাধ্যমে কোম্পানি দুইটির মূল লক্ষ্য এআই ও কম্পিউটিং ক্যাপাবিলিটি আরও বৃদ্ধি করা। বিশেষজ্ঞরা ধারণা করছেন এ বিনিয়োগ চুক্তি টিএসএমসি ও এএমডির মতন চিপ ম্যানুফ্যাকচারারদের ঝুঁকিতে ফেলবে।

নতুন চুক্তিতে ইন্টেল এবং এনভিডিয়ার যৌথভাবে পিসি এবং ডেটা সেন্টার চিপ তৈরির পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে, তবে ইন্টেলের চুক্তিভিত্তিক চিপ উৎপাদন ব্যবসায় জড়িত হবে না এনিভিডিয়া।

এফএস