দেশে এখন
0

১২০ ফুট দীর্ঘ ব্যানার নিয়ে বরগুনায় ব্যতিক্রমী মানববন্ধন

১২০ ফুট দীর্ঘ ব্যানারে কেউ এঁকেছেন নারী নির্যাতনের চিত্র, কেউবা এঁকেছেন সমাজে সুবিধা বঞ্চিত শিশুদের অধিকার আদায়ে নানা দাবির চিত্র। বিশ্ব মানবাধিকার দিবসে আজ (মঙ্গলবার, ১০ ডিসেম্বর) বরগুনার আমতলীতে নজরুল স্মৃতি সংসদ আয়োজন করেছে ব্যতিক্রমী এই মানববন্ধন।

এ মানববন্ধনে পায়রা নদীর কোল ঘেঁষা আমতলী উপজেলার শত শত তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন। বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সকলেই নিজ নিজ মতামত তুলে ধরেন।

মানববন্ধনে আগত শিক্ষার্থী স্বর্ণা গাজী বলেন ,‘তারা নারী ও শিশুদের দাবি আদায়ে এ ব্যানারে বাস্তবতার প্রতিচ্ছবি এঁকে তোলার চেষ্টা করেছেন।’

গত ২৫ নভেম্বর বিশ্ব নারী নির্যাতন প্রতিরোধ দিবস থেকে শুরু করে ১৬ দিন ব্যাপী নানা কর্মসূচি পালন করে নজরুল স্মৃতি সংসদ এনএসএস।

নজরুল স্মৃতি সংসদের প্রকল্প সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান বলেন,‘এ দীর্ঘ ব্যানারে উপকূলের তরুণ-তরুণীদের চিন্তা ভাবনার একটি চিত্র ফুটিয়ে তুলেছেন।’

এদিকে, সমাজে সকল ধরনের বৈষম্যরোধে তরুণদের পাশাপাশি প্রশাসনও সোচ্চার রয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশ্রাফুল আলম।

দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে উপকূলের অবহেলিত জনগোষ্ঠীর দাবি আদায়ে কাজ করছে নজরুল স্মৃতি সংসদ।

এএম