মানববন্ধনে ব্যানার-ফেস্টুনসহ স্থানীয় নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন। এলাকাবাসীর অভিযোগ, টঙ্গীতে প্রতিদিনই ছিনতাই, চুরিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে। মাজার বস্তিসহ বেশকিছু বস্তি পরিণত হয়েছে অপরাধীদের নিরাপদ আশ্রয়ে। অরক্ষিত বিআরটি ফ্লাইওভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারাচ্ছেন পথচারীরা।
আরও পড়ুন:
এতে জনমনে আতঙ্ক বিরাজ করছে। অবিলম্বে অপরাধ প্রবণ এলাকায় সিসিটিভি স্থাপনসহ অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে টঙ্গী পূর্ব থানা ঘেরাও করে বিক্ষোভ করা হয়।





