বেইলি সেতু ভেঙে পড়ায় বান্দরবানের সাথে রুমার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

0

বেইলি ব্রিজের পাটাতন খুলে যাওয়ায় বান্দরবানের সাথে রুমা উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজ (রোববার, ৮ ডিসেম্বর) সকালে বান্দরবান রুমা সড়কের ক্যক্ষংঝিরি এলাকায় একটি বেইলি ব্রিজের পাটাতন খুলে গেলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় দুপাশে আটকা পড়ে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী গাড়ি। এর ফলে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। এছাড়া যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মালামাল পরিবহনে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।

রুমা উপজেলা পরিবহন শ্রমিক সমিতির লাইনম্যান আবু বক্কর জানিয়েছেন, সকাল ৮টার দিকে একটি ভারী গাড়ি পার হওয়ার সময় ক্যক্ষংঝিরি বাজার এলাকার একটি বেইলি সেতু ভেঙে পড়ে। তবে দুর্ঘটনায় গাড়িটির কোনো ক্ষতি হয়নি। এতে সেতুর পাটাতন খুলে গেছে। এরপর আর ওই সেতু দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। অবশ্য যাত্রীরা হেঁটে ভেঙে পড়া সেতু পারাপার করে উভয় দিক থেকে যানবাহনে চলাচল করছেন।

জেলা শহরের রুমা বাসস্টেশনের গাড়িচালকেরা জানিয়েছেন, গতকাল শনিবার (৭ ডিসেম্বর) রাতেও সেতু দিয়ে গাড়ি চলাচল করেছে। সকালে রুমার উদ্দেশে ছেড়ে যাওয়া যানবাহনগুলো ৮টার পর আর রুমা উপজেলা সদরে যেতে পারেনি।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম জানিয়েছেন, ভেঙে পড়া বেইলি সেতুটি সম্পর্কে সড়কটির ওই এলাকায় দায়িত্বরত ব্যক্তিদের জানিয়ে দেওয়া হয়েছে। তারা দ্রুত মেরামতের ব্যবস্থা নেবেন।

ইএ