আহতের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
শুক্রবার দুপুরে শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস চুরখাই বাজার এলাকায় আসার পর গতি নিয়ন্ত্রণ করতে না পেরে সামনে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশায় ধাক্কা দিলে অটোতে থাকা চালকসহ ছয়জন যাত্রী দুর্ঘটনার শিকার হয়। এ সময় ঘটনাস্থলে এক নারীর মৃত্যু হয়।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে, নিহত নারীর পরিচয় এখনও পাওয়া যায়নি। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ছয় দিনের মধ্যে ফুটওভার ব্রিজ এবং স্পিড ব্রেকারের দাবিতে প্রায় আড়াই ঘণ্টা সড়ক অবরুদ্ধ করে রাখে।
এরপর দুই পাশে ১০ কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে দাবি মেনে নেয়ার আশ্বাস পেয়ে আড়াই ঘণ্টা পর আবারও যান চলা স্বাভাবিক হয়।