আজ (সোমবার, ২৪ মার্চ) ইফতারের পর উপজেলার জাহাজমারা ইউনিয়নের জাহাজমারা বাজারে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে হান্নান মাসউদের নেতৃত্বে বিক্ষোভ করছে তার নেতাকর্মীরা।
জানা যায়, জাহাজমারা ইউনিয়নে নেতাকর্মীদের নিয়ে পথসভা করছিলেন হান্নান মাসউদ। এসময় স্থানীয় বিএনপির কয়েকজন কর্মী-সমর্থক এসে পথসভায় হামলা চালায় বলে অভিযোগ করেন পথসভায় অংশগ্রহণকারীরা। প্রতিবাদে সেখানে অবস্থান কর্মসূচি পালন করছেন হান্নান মাসউদ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার অবস্থান কর্মসূচি চলছে।
হামলার বিষয়ে হান্নান মাসউদ বলেন, 'আমার নির্ধারিত পথসভা চলাকালীন বিএনপির কয়েকজন নেতাকর্মী এতে হামলা চালিয়েছে। হামলায় আমিসহ প্রায় ৫০ জনের বেশি আহত হয়েছেন। ঘটনাস্থলে প্রশাসনের লোকেরা এলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। হামলার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করবো।'
তিনি বলেনা, 'আমার কারণে হাতিয়াতে অনেকেই বিভিন্ন প্রকল্পে অর্থ আত্মসাৎ করতে পারছেনা দেখেই তারা আমার উপর এই হামলা করেছে।'
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।'