দেশে এখন
0

সেনাবাহিনীকে সুশৃঙ্খল ও আধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাহিনী গড়ার প্রত্যয়

দেশপ্রেমকে গুরুত্ব দিয়ে সাহসিকতার সাথে সেনা সদস্যদের সকল পরিস্থিতি মোকাবিলা করার নির্দেশ জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। চট্টগ্রামের ভাটিয়ারীতে বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে এ আহ্বান জানান তিনি। এসময় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব পালনে সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সেনাপ্রধান।

কদম কদম সামরিক ছন্দ তুলে দৃষ্টিনন্দন প্যারেড সুবিশাল ময়দান। একে একে এগিয়ে আসছে তরুণ সেনা অফিসারের দল। প্যারেড কমান্ডারের বাজখাই কণ্ঠের সাথে তাল রেখে এগিয়ে চলেছে চৌকস প্যারেড। দৃষ্টিনন্দন পোশাক, দুর্দান্ত শারীরিক কসরত আর নানা দৃষ্টিনন্দন আয়োজনে চট্টগ্রামের ভাটিয়ারীতে জমে উঠে সেনাবাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ।

আজ (মঙ্গলবার, ৩ ডিসেম্বর) সকালে বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির ৮৭ বিএমএ দীর্ঘমেয়াদি ও ৫৯ বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষ্যে এ রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণ করেন।

কুচকাওয়াজ শেষে সেনাবাহিনী প্রধান প্রশিক্ষণ শেষ করা ক্যাডেটদের উদ্দেশ্যে জানান, শপথ গ্রহণের মধ্য দিয়ে সদ্য কমিশন পাওয়া অফিসারদের উপর দেশপ্রেমের এক অসামান্য দায়িত্ব অর্পিত হলো। এই দেশপ্রেমকে গুরুত্ব দিয়ে সাহসিকতার সাথে সেনা সদস্যদের সকল পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

সেনাপ্রধান ওয়কার-উজ-জামান বলেন, 'তোমাদের যেকোনো ধরনের চ্যালেঞ্জের মুকাবিলার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। সামরিক চেতনা মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।'

তিনি আরও জানান, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল ও আধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে।

ওয়কার-উজ-জামান বলেন, 'এই অ্যাকাডেমি হতে কমিশনপ্রাপ্ত অফিসারদের নেতৃত্বে শৃঙ্খলা, আনুগত্য, ন্যায়পরায়ণতা ও কর্তব্যবোধে উজ্জীবিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী আজ দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে।'

দীর্ঘ তিন বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে এই মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে ৮৭ বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের সর্বমোট ২১৩ জন অফিসার ক্যাডেট এবং ৫৯ বিএমএ স্পেশাল কোর্সের ১৪ জন অফিসার ক্যাডেট ও ০৪ জন ট্রেইনি অফিসার বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন।

অনুষ্ঠানে বন্ধুপ্রতিম দেশ শ্রীলঙ্কান মিলিটারি অ্যাকাডেমির কমান্ড্যান্ট, দেশি-বিদেশি উচ্চ পদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তারা, সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এসএস