তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময় নির্যাতনে সাতক্ষীরার মানুষ সবচেয়ে বেশি শহীদ হয়েছেন।’ এ সময় সাতক্ষীরাকে দেশ থেকে আলাদা করে রাখা হয় উল্লেখ করে জামায়াতের অনেক নেতাকর্মীকে নির্যাতন ও হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
হত্যা, জুলুম-নির্যাতন করে শত বছর ক্ষমতায় থাকতে চেয়েছিল আওয়ামী লীগ বলেও মন্তব্য করেন তিনি।