দেশে এখন
0

‘আওয়ামী লীগ সরকারের নির্যাতনে সাতক্ষীরার মানুষ সবচেয়ে বেশি শহীদ হয়েছেন’

জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময় নির্যাতনে সাতক্ষীরার মানুষ সবচেয়ে বেশি শহীদ হয়েছেন। আজ (শনিবার, ৩০ নভেম্বর) বিকালে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে কর্মী সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময় নির্যাতনে সাতক্ষীরার মানুষ সবচেয়ে বেশি শহীদ হয়েছেন।’ এ সময় সাতক্ষীরাকে দেশ থেকে আলাদা করে রাখা হয় উল্লেখ করে জামায়াতের অনেক নেতাকর্মীকে নির্যাতন ও হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

হত্যা, জুলুম-নির্যাতন করে শত বছর ক্ষমতায় থাকতে চেয়েছিল আওয়ামী লীগ বলেও মন্তব্য করেন তিনি।

এএম