রাজনীতি
0

‘মসজিদের মতো সমাজেও আলেম-ওলামাদের নেতৃত্ব দিতে হবে’

মসজিদের মতো সমাজেও আলেম ওলামাদের নেতৃত্ব দিতে হবে বলে মন্তব্য করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কোরআন ও হাদিসের আলোকে বাস্তব চিত্র তুলে ধরতে হবে ইমাম ও খতিবদের।

আজ (মঙ্গলবার, ৭ জানুয়ারি) সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ মসজিদ মিশন আয়োজিত জেলা পর্যায়ে ইমাম ও খতিবদের প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আলিয়া-কওমী কোনো বিশেষ শব্দ ব্যবহার না করার অনুরোধ করে সম্মেলনে শফিকুর রহমান বলেন, ‘ঐক্যবদ্ধ থেকে আলেম সমাজকে সমৃদ্ধশালী দেশ গঠনে এগিয়ে আসতে হবে।’ ইমাম-খতিবদের কোনো বক্তব্য দেয়ার আগে অবশ্যই সত্যতা যাচাই-বাছাই করা আহ্বানও জানান জামায়াতের আমির।

সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বাংলাদেশ পুনরায় ফ্যাসিবাদের কবলে পড়বে নাকি কল্যাণ রাষ্ট্র হওয়ার যাত্রা শুরু করবে সেই ফয়সালা ২০২৫ সালে হবে।

তিনি বলেন, ‘২০২৫ সাল শুরু হলো। বাংলাদেশের সমাজ, রাজনীতি ও ইকামতে দ্বীনের আন্দোলনের জন্য ২০২৫ সাল টার্নিং পয়েন্ট। যে নতুন বাংলাদেশ গড়ার জন্য জাতি তাকিয়ে আছে, সেই স্বপ্নের দিকে নিয়ে যাওয়া যাবে কি না, নাকি নতুন কোনো নৈরাজ্য আবার পিছিয়ে দেবে, সেই ফয়সালার বছর হচ্ছে ২০২৫ সাল।’

এ সময় ইসলামি বক্তাদের সচেতন হওয়ার পরামর্শ দিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘অনলাইন মাধ্যমগুলোয় চটকদার উপস্থাপনের মাধ্যমে ওয়াজ মাহফিলের গুরুত্ব হালকা করা হচ্ছে।’

এএম