রাজনীতি
0

‘জুলাই বিপ্লবে জাতির বিরুদ্ধে তৎকালীন সরকার যুদ্ধে নেমেছিল’

জুলাই-আগস্ট বিপ্লবে জাতির বিরুদ্ধে তৎকালীন সরকার রীতিমতো যুদ্ধে নেমেছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি জানান, দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠন করতে হবে। আজ (বুধবার, ১১ ডিসেম্বর) সকালে রাজধানীতে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরার বৈঠকে তিনি এসব বলেন।

অনুষ্ঠানে দলটির বিভিন্ন পর্যায়ের শীর্ষ ৪ শতাধিক নেতারা অংশ নেন। এ সময় দলটির আমীর আরো বলেন,‘সকলের ভোটাধিকার নিশ্চিত এবং সংসদীয় আসনের পুনঃবিন্যাসের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে।’

একইসঙ্গে বিদেশি বাংলাদেশীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেবার আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘জাতি ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্র ব্যর্থ হবে। ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে।’

বিদেশি বাংলাদেশিদের ভোটাধিকার প্রসঙ্গে জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, ‘বিদেশ মাটিতে আন্দোলন করতে গিয়ে অনেকে জেল জুলুমের শিকার হয়েছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো মিশনগুলো দ্রুত কার্যকর করে এবং সরাসরি ঢাকা থেকে সংশ্লিষ্ট দেশেগুলোর সঙ্গে যোগাযোগের মাধ্যমে তাদের মুক্তির ব্যবস্থা করতে হবে। এরই সঙ্গে রাষ্ট্রের সকল নাগরিককের মতো তাদেরকেও ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা সুযোগ দিতে হবে।’

তিনি বলেন, ‘বিগত সরকার তৎকালীন বিরোধী দলের এলাকাগুলোকে টার্গেট করে আসন বিন্যাসের নামে যে আসন সংখ্যা কমিয়েছে, তা আবার পুনর্বিন্যাস করতে হবে।’

এএম