জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেন, 'ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের ব্যাংকগুলোকে লুট করেছে। ব্যাংকিং খাতকে ধ্বংস করে আওয়ামী লীগ বিদেশে বেগমপাড়া তৈরি করেছে। উপদেষ্টা সরকারের একমাত্র কাজ নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হলেও নির্বাচন ব্যবস্থা বিগত ফ্যাসিস্ট সরকার ধ্বংস করায় সংস্কার প্রয়োজন। তাই যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার কাজ শেষ করে নির্বাচন দিতে হবে। সেজন্য উপদেষ্টা সরকারকে সহযোগিতা করতে হবে।'
জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, 'অনেক ক্ষেত্রে জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হচ্ছে উপদেষ্টা সরকার। তাই বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে দ্রুত সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নির্বাচন ব্যবস্থা সংস্কারের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব হবে।'