বিএনপিতে যোগদানকারীদের নেতৃত্ব দেন দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আলম হাজারী। এসময় বড়শালঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিয়া রুবেলসহ আওয়ামী লীগ ও অন্যান্য দলের নেতাকর্মীরা বিএনপিতে যোগ দেন।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ নেতা টিটু মইশান, নাজমুল, আতাউর রহমান সয়ন, বজলু আমিন, জানু মিয়া, মো. ইদ্রিস খান, ফরিদ হাজারী, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ শাহিন (বড়শালঘর) ও শাহ আলীসহ প্রায় ২০০ জন কর্মী-সমর্থক।
আরও পড়ুন:
নবাগত নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান বিএনপির প্রার্থী ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর ছেলে, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিজভীউল আহসান মুন্সী।
এসময় উপস্থিত নেতারা জানান, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির আন্দোলনে শরিক হয়ে তারা সক্রিয় ভূমিকা রাখতে চান। অনুষ্ঠান শেষে নবাগত নেতাকর্মীরা বিএনপির পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।





