প্রধান বিচারপতির কার্যালয় থেকে এক শোকবার্তায় জানানো হয়, আজ (রোববার, ২৪ নভেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
মঙ্গলবার বাদ জোহর সুপ্রিম কোর্টের মূল ভবনের ভেতরের কোর্ট ইয়ার্ডে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা অংশ নেবেন।
তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রুহুল আমীন ১৯৮১ সালে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হন।
পরে ১৯৯২ সালে হাইকোর্ট বিভাগের বিচারপতি নিযুক্ত হন। ২০০৭ সালে পহেলা মার্চ থেকে ২০০৮ সালের ৩১ মে পর্যন্ত তিনি প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন।