দেশে এখন
0

আগামী রোববার শপথ নেবেন নবনিযুক্ত সিইসি ও ইসিরা

আগামী রোববার (২৪ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (ইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনাররা। আজ (শুক্রবার, ২২ নভেম্বর) সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা জানান, আগামী রোববার বেলা দেড়টার দিকে শপথ অনুষ্ঠান হতে পারে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ পাঠ করাবেন।

এর আগে গতকাল (বৃহস্পতিবার) প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এ এম এম নাসির উদ্দীনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এছাড়াও আরো চার নির্বাচন কমিশনারকে নিয়োগ দেয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত আলাদা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

নিয়োগপ্রাপ্ত বাকি কমিশনাররা হলেন, মো. আনোয়ারুল ইসলাম সরকার, অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত); আবদুর রহমানেল মাসুদ, জেলা ও দায়রা জজ (অবসরপ্রাপ্ত); বেগম তহমিদা আহমদ, যুগ্মসচিব (অবসরপ্রাপ্ত) এবং ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অবসরপ্রাপ্ত)।

এর আগে নির্বাচন কমিশন পুনর্গঠনে আইন অনুযায়ী, গত ২৯ অক্টোবর আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়।

ওই কমিটি যাচাই-বাছাই করে ১০ জনের একটি তালিকা বুধবার (২০ নভেম্বর) রাষ্ট্রপতি দফতরে পাঠান। রাষ্ট্রপতি তাদের মধ্য থেকে একজনকে প্রধান নির্বাচন কমিশনার এবং চারজনকে নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন।

এএইচ