গাজীপুরের চক্রবর্তী এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা এক মাসের বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে চতুর্থ দিনের মতো বিক্ষোভ করছে।
এ বিক্ষোভের জেরে পুরো এলাকায় যানজটের সৃষ্টি হয়। মহাসড়কটি স্থবির হয়ে পড়ে। এ যানজটের কারণে পরিবহন শ্রমিক, যাত্রী ও পথচারীরা ব্যাপক দুর্ভোগ পোহাচ্ছেন। সড়কে যান চলাচল বন্ধ থাকায় হেঁটে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষদের। দ্রুত সড়ক সচল করার দাবি যাত্রী ও পথচারীদের।
যাত্রীদের একজন বলেন, ‘ফলের ব্যবসা করি। ফল নিয়ে আসছি এখানে ৪ ঘণ্টা ধরে আটকা পড়ে আছি।’
ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকায় ক্ষুব্ধ পরিবহন চালকরা।
পরিবহন চালকদের একজন বলেন, ‘গাড়ি চালিয়ে শান্তি পাচ্ছি না। যেখানে ১০ মিনিটের রাস্তা সেখানে দুই থেকে তিন ঘণ্টা বসে থাকতে হচ্ছে।’
মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির বলেন, ‘৪ লেনের রাস্তা ঢাকা থেকে আসার পরে ইপিজেডের কাছে এসে এক লেনের হয়ে যাচ্ছে। তখন এই জায়গায় জ্যাম লেগে যাচ্ছে। আমরা এইটা নিয়ে কাজ করছি।’
শ্রমিক অসন্তোষ ছাড়াও সড়কে খানাখন্দসহ বিভিন্ন কারণে শিল্পাঞ্চলের সড়কে চলাচলের দুর্ভোগ কমছে না। এজন্য কর্তৃপক্ষের আরও তৎপর হওয়া প্রয়োজন বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা।