দেশে এখন
0

আশুলিয়ায় পাওনা আদায়ের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

সাভারের আশুলিয়ায় পাওনা টাকা আদায়ের দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন দুটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে নবীনগর-চন্দ্রা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বাধ্য হয়ে অনেকে বিকল্প পথে গন্তব্যে যাত্রা করছেন।

সকালে ডিইপিজেড এলাকার নবীনগর-চন্দ্র মহাসড়ক এলাকায় জড়ো হন আন্দোলনকারী শ্রমিকরা। পরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। দ্বিতীয় দিনের মতো কর্মসূচিতে অংশ নেন শত শত শ্রমিক।

একপর্যায়ে ইপিজেডে তালা লাগিয়ে দেন তারা। এ সময় দাবি আদায়ে নানা ধরনের স্লোগান দেন শ্রমিকরা। তাদের অভিযোগ, ৩ মাসের বকেয়া বেতন, অর্জিত ছুটি, সার্ভিস বেনিফিট পরিশোধ করেনি দুটি পোশাক কারখানার মালিকপক্ষ। বকেয়া পরিশোধ করা না হলে আন্দোলন চলবে বলেও জানান তারা। প্রায় ৪ বছর আগে করোনার দোহাই দিয়ে কারখানা দুটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এএম