দেশে এখন
0

স্বর্ণ চোরাচালান বন্ধে কঠোর হচ্ছে সরকার, ব্যাগেজ রুলসেও আসছে পরিবর্তন

স্বর্ণের চোরাচালান বন্ধে কঠোর হচ্ছে সরকার। সেজন্য নতুন ব্যাগেজ রুলসেও আসছে পরিবর্তন। আর যে এয়ারলাইন্সের উড়োজাহাজে অবৈধ স্বর্ণ মিলবে জবাবদিহির আওতায় আসবে সেই বিমানসংস্থাও। রোববার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হেল্প ডেস্ক উদ্বোধন করে এসব কথা বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান।

রাজনৈতিক পট পরিবর্তনের পর শাহজালাল বিমানবন্দরের সেবার মানও পাল্টেছে। আগের চেয়ে কম সময়ে মিলছে লাগেজ, কমেছে ভোগান্তিও।

সেই ধারাবাহিকতায় এবার বিমানবন্দরের কাস্টমসে বসলো নতুন হেল্প ডেস্ক। যেখানে পণ্য আনা নেয়ার সব তথ্য মিলবে। রোববার সকালে হেল্প ডেস্ক উদ্বোধন করে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান।

এসময় এনবিআর চেয়ারম্যান বলেন, স্বর্ণের চোরাচালান বন্ধে কঠোর হচ্ছে সরকার। ব্যাগেজ রুলসেও আসবে সংযোজন বিয়োজন। যে এয়ারলাইন্সের উড়োজাহাজে অবৈধ স্বর্ণ মিলবে জবাবদিহির আওতায় আসবে সেই বিমান সংস্থাও।

চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, ‘এয়ারক্রাফটের ভেতরে আলাদা করে স্বর্ণ ওখানে ঢুকলো এবং এখানে আসলো এর দায়দায়িত্ব কিন্তু তাদের নিতে হবে। সেক্ষেত্রে যদি সম্ভব হয়, আমি জানিনা আমাদের বিদ্যমান আইন কি বলে। যাদের ক্ষেত্রে এ ঘটনা ঘটবে সেসব এয়ারক্রাফটকে আমরা নিষিদ্ধ করবো। যে তারা আমাদের এখানে রুট পারমিট পাবে না। সোজা কথা হলো প্রত্যেকটা জায়গায় আমাদের ডিসিপ্লিন আনতে হবে।’

এসময় উঠে আসে ই রিটার্ন প্রসঙ্গ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, ই-রিটার্ন সহজ করতে আগামী বছরই চালু হবে মোবাইল অ্যাপ। সকল কর্পোরেট ট্যাক্সও আসছে অনলাইনের আওতায়।

এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, আমরা আগামী বছর থেকে অ্যাপ চালু করবো। ই-রিটার্ন দেয়ার জন্য। করপোরেট ট্যাক্সের জন্য আমরা এখনো কাজ শুরু করতে পারিনি। কিছুদিন সময় লাগবে। যদি এ বছর আমরা ধরতে নাও পারি শতভাগ নিশ্চিত যে সামনের বছর আমরা করপোরেট ট্যাক্সকেও অনলাইন করবো।’

রমজান নিয়েও সুখবর দেন আব্দুর রহমান খান। বলেন, সামনের রমজানে খেজুরসহ নিত্যপণ্যের ওপর শুল্ক কমাচ্ছে সরকার। তাতে রাজস্ব কমলেও মানুষের সুবিধার চিন্তা এনবিআরের।

এএইচ