বোমা হামলার হুমকির প্রেক্ষিতে বিমানবন্দরের আশপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং সতর্কতা জারি করা হয়েছে। যাত্রীদের ফ্লাইট থেকে টার্মিনালে নিয়ে যাওয়া হয়েছে।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম জানান, ফ্লাইট ঘিরে নিরাপত্তা প্রটোকল অনুসরণ করা হচ্ছে।
তিনি জানান, বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ফ্লাইটের ২৫০ জন যাত্রী ও ১৩ ক্রুকে প্লেন থেকে বের করে টার্মিনালে আনা হয়েছে।
বিমানটিতে কোনো বোম্ব থ্রেট আছে কি না তা জানতে প্লেনটিতে বোমা ডিসপোজাল ইউনিটসহ যৌথবাহিনী পাঠানো হবে বলেও জানান তিনি। এর আগে মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে রওনা হয়েছিল।