দেশে এখন
0

স্বতন্ত্রভাবে যাত্রা করলো আর্মি এয়ার ডিফেন্স কোর

বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথমবার স্বতন্ত্রভাবে যাত্রা করেছে আর্মি এয়ার ডিফেন্স কোর। আজ (সোমবার, ১১ নভেম্বর) চট্টগ্রামের হালিশহর আর্টিলারি সেন্টারে এ কোরের উদ্বোধন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান।

এতে একজন ইউনিট অধিনায়ক, একজন নারী অফিসার, জ্যেষ্ঠ মাস্টার ওয়ারেন্ট অফিসার এবং একজন সৈনিককে সোল্ডার টাইটেল ও ক্যাপ ব্যাজ পরিয়ে দেন তিনি। একইসাথে সেনাবাহিনীর রেজিমেন্ট অব আর্টিলারির ৪৩তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনও অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে আগামীতে সেনাবাহিনীর প্রশিক্ষণ, প্রযুক্তিগত উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরেন অধিনায়করা।

এ সময় সেনাপ্রধান বলেন, ‘সেনাবাহিনীর প্রতিটি সদস্য আগামী দিনে দেশ সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।’

দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য রেজিমেন্ট অব আর্টিলারির সকল সদস্যের প্রতি আহ্বান জানান তিনি।

অধিনায়ক সম্মেলনে জিওসি ২৪ পদাতিক ডিভিশনসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএস