দেশে এখন
0

চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, নিহত ২

চট্টগ্রামের এবিএম মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়েছে। গতকাল (শুক্রবার) রাত ১২টার দিকে এক্সপ্রেসওয়ের সিইপিজেড অংশে এই দুর্ঘটনা ঘটেছে।

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এটিই প্রথম দুর্ঘটনায় মৃত্যু। নিহতরা হলেন, মো. মোক্তার ও মো. রুবেল। দুজনই নগরীর সদরঘাট এলাকার বাসিন্দা। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটির নম্বর চট্ট মেট্রো-ল ১৭-৪৩১৮।

পুলিশ জানায়, তারা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে পতেঙ্গা প্রান্ত থেকে মোটরসাইকেলযোগে আগ্রাবাদের দিকে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে ফ্রী পোর্ট এলাকায় রাস্তা ফাঁকা পেয়ে তারা দ্রুত গতিতে ছুটছিলেন। এসময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাশের সড়ক বাতিতে ধাক্কা দেয়। এতে দুজন ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

এসএসএস