দেশে এখন
0

মুজিববর্ষ উপলক্ষ্যে টাকা অপচয়ের তথ্য সংগ্রহ করা হবে: প্রেস সচিব

উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মুজিববর্ষ উপলক্ষ্যে সরকারি-বেসরকারিভাবে টাকা অপচয়ের পরিমাণের তথ্য সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। আজ (বৃহস্পতিবার, ৭ নভেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, 'মুজিববর্ষ উপলক্ষ্যে সরকারি-বেসরকারিভাবে টাকা অপচয়ের পরিমাণের তথ্য সংগ্রহ করা হবে।'

শফিকুল আলম বলেন, 'সাইবার নিরাপত্তা আইন বাতিল ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। অর্থনৈতিক কাঠামো সুরক্ষায় নতুন আইন তৈরি হবে।'

তিনি বলেন, 'অর্থ উপদেষ্টাকে প্রধান করে তামাকজাত পণ্য নিয়ন্ত্রণ আইন আইন সংশোধন কমিটি গঠন করা হয়েছে। ঔষধের মূল্য নির্ধারণে টাস্ক ফোর্স গঠন হবে।'

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর