আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, মঙ্গলবার রাত পর্যন্ত বৃষ্টির পরিমাণ ছিল ৯ মিলিমিটার। পরে মাঝরাতে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পায় এবং ঝড়বৃষ্টিতে রূপ নেয়।
এটি মূলত মৌসুমি বায়ু পরবর্তী সময়ের বৃষ্টি বলছে আবহাওয়া বিশ্লেষকরা। এ সময় বৃষ্টি খুব অস্বাভাবিক নয়। সাধারণত এই বৃষ্টির মাধ্যমেই শীতের মৌসুম পুরোপুরি শুরু হওয়ার সম্ভাবনা থাকে।
এদিকে বৃষ্টির কারণে রাজধানীর বিজয়নগর থেকে নয়া পল্টন, ফকিরাপুল ও আরামবাগ সহ বেশকিছু এলাকায় বৃষ্টির পানি জমে ছিল। কিছু সড়ক পানির নিচে ছিল। ফলে রিকশা ও সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাচলে কিছুটা দুর্ভোগ পোহাতে হয়েছে। তবে সময়ের সঙ্গে এসব সড়কের পানি কমতে শুরু করেছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে পরবর্তী ২৪ ঘণ্টা চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার কথা রয়েছে।