রোববার (৩ নভেম্বর) ভোররাতে যৌথবাহিনীর সদস্যদের এই অভিযান গাজীপুরের টঙ্গীর কেরানীটেক বস্তিতে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী, র্যাব, বিজিবি এবং পুলিশ সদস্যদের প্রায় ৫৫০ জনের দল বস্তির ঘরে ঘরে হানা দেয়। এসময় উদ্ধার করা হয় গাঁজা, ফেনসিডিল, ইয়াবা ও দেশিয় অস্ত্রশস্ত্র।
এছাড়াও উদ্ধার করা হয়েছে নগদ ২২ লাখ ৮১ হাজার ৩০০ টাকা । আর মাদক কারবারের সঙ্গে জড়িত ৪০ এর অধিক ব্যক্তিকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মেজর ইয়াসমিন বলেন, 'এই অভিযান থেকে আমরা বিপুল পরিমাণে মাদকদ্রব্য, দেশিয় অস্ত্র ও টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এর সাথে জড়িত ৪০ ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছি। প্রসিডিউর অনুযায়ী ভবিষ্যতে আমরা এই ধরনের যত অবিযান আছে ধারাবাহিকতা বজায় রেখে করে যাবো।'
রোববার রাতে টঙ্গীর আরেক অভিজাত হোটেলেও অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে দেশি-বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। একইসাথে অসামাজিক কাজে জড়িত শতাধিক নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ক্যাপ্টেন ইয়াসিন মাহমুদ বলেন, 'এই হোটেলে অবৈধ মাদক ব্যবসা এবং অবৈধ দেহ ব্যবসা পরিচালিত হয় তার এই হোটেল ব্যবসার আড়ালে। আমরা এই তথ্যের ভিত্তিতেই গতকাল ভোররাত থেকে আজ সকাল ৭টা পর্যন্ত অভিযান পরিচালনা করি। এই অভিযানের মাধ্যমে আমরা বিপুল পরিমাণে অবৈধ দেশি এবং বিদেশি মদ এবং দেহ ব্যবসা ও এই মাদক ব্যবসারসাথে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করি।'
এর আগে উত্তরায় এক অভিযানে পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণায়ের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেন খানের বাসা থেকে নগদ এক কোটি নয় লাখ টাকা ও বেশ কিছু বৈদেশিক মুদ্রা জব্দ করেছে যৌথবাহিনী। আটক করা হয়েছে সাবেক সচিব ও তার ছেলেকে।