আজ (শনিবার, ২ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানের নিকেতনে সংবাদ উপস্থাপক, টক-শো সঞ্চালক, রেডিও জকি ও অনুষ্ঠান উপস্থাপকদের সংগঠন অল ব্রডকাস্টার্স কমিউনিটি (এবিসি) এর ‘মানি মুভস ফর বাংলাদেশ টু পয়েন্ট ও’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
প্রযুক্তির উন্নয়নে বর্তমান সময়ে গণমাধ্যমের আকার বড় হওয়ার পাশাপাশি পরিবর্তন হয়েছে কাজের ধরনও, সেক্ষেত্রে প্রতিটি গণমাধ্যম প্রতিষ্ঠানে কাজের ধরণ অনুযায়ী বেতন, সুযোগ সুবিধা নিশ্চিত করতে বর্তমান অন্তর্বর্তী সরকার উদ্যোগ নেবে বলে জানান তিনি।
প্রেস সচিব শফিকুল আলম আরো বলেন, প্রতিটি গণমাধ্যমের সংবাদ তৈরি ও সম্প্রচারে সংবাদ বিভাগের সম্পাদক, রিপোর্টার, ভিডিওগ্রাফার কর্মীর অবদান রয়েছে, সেক্ষেত্রে কর্মী হিসেবে সকলের প্রাপ্য নিশ্চিত থাকা উচিত। সেমিনারে গণমাধ্যম সংস্কার কমিশনের মাধ্যমে সংবাদকর্মীরা প্রতিষ্ঠানগুলোর সংস্কারের দাবি তুলে ধরেন।
তিনি আরো বলেন, ‘টেলিভিশনের পর্দায় সংবাদ উপস্থাপকদের দেখাতে এখনো বিটিভির কাঠামো অনুসরণ করা হচ্ছে। তাই উপস্থাপকদের সম্প্রচার সাংবাদিকতার অংশ হিসেবে না দেখে পুতুল হিসেবে উপস্থাপন করা হয়।’