পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা

পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা | ছবি: সংগৃহীত
0

পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ (শনিবার, ২৬ এপ্রিল) ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স বাসিলিকায় পোপের শেষকৃত্য অনুষ্ঠিত হচ্ছে।

অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যথা সময়ে সেখানে প্রধান উপদেষ্টা উপস্থিত হয়েছেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

এর আগে পোপের শেষকৃত্যে যোগ দিতে গতকাল (শুক্রবার, ২৫ এপ্রিল) রোমে পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে তিনি রোমে পৌঁছান।

আরো পড়ুন:

এর আগে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগদানের জন্য শুক্রবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৫ মিনিট) ভ্যাটিকান শহরের উদ্দেশে কাতার ত্যাগ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এএইচ